প্রশ্নঃ আমার কোন মাহরাম পুরুষ নেই। আমি কি হজ করতে পারবো?

প্রশ্নঃ আমি একজন অনাথ ধণী মহিলা। আমার কোন মাহরাম পুরুষ নেই। আমার বাবা মারা গেছেন, স্বামী সন্তান নেই, এবং অন্য কোন মাহরাম পুরুষও জীবিত নেই। আমার কাছে হজ করার মত যথেষ্ট টাকা রয়েছে। আমি কি হজ করতে পারবো?

উত্তরঃ মহিলাদের হজ ফরয হবার পূর্বশর্ত ৬টি।

১। মুসলিম হতে হবে

২। প্রাপ্তবয়স্ক হতে হবে

৩। অর্থনৈতিক ক্ষমতা থাকতে হবে

৪। শারীরিক সক্ষমতা থাকতে হবে

৫। মানসিক সক্ষমতা থাকতে হবে

৬। মাহরাম থাকতে হবে।

আপনার পরিস্তিথি দু’রকম হতে পারে।

১। আপনার বাবা অথবা অন্য  কোন মাহরাম পুরুষ যখন জীবিত ছিলেন, তখন আপনার ৬টি শর্তই পূরণ হয়েছিল, কিন্তু আপনি তখন হজ আদায় করেন নি, কিংবা করতে পারেন নি। অথবা,

২। আপনার বাবা অথবা অন্য  কোন মাহরাম পুরুষ যখন জীবিত ছিলেন, তখন আপনার প্রথম ৫টি শর্ত পূরণ হয়নি। কিন্তু তাঁরা মারা যাবার পরে প্রথম ৫টি শর্ত পূরণ হয়েছে।

প্রথম ক্ষেত্রে উত্তর হলো, জী আপনার উপর হজ ফরয হয়েছে, এবং আপনার হজ আদায় করতে হবে। কিন্তু যেহেতু আপনার কোন মাহরাম পুরুষ নেই, সেহেতু আপনি হয় বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এবং আপনার স্বামীর সঙ্গে যাবেন, অথবা অন্য কাউকে দিয়ে আপনার বদলী হজ করিয়ে নেবেন।

দ্বিতীয় ক্ষেত্রে আপনার উপর হজ ফরয হয়নি, এবং আপনার জন্য হজ আদায় এর প্রয়োজন নেই। তবে আপনি যদি বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাহলে আপনার উপর হজ ফরয হয়ে যাবে, এবং আপনার স্বামীর সাথে আপনি হজে যেতে পারবেন।

আশা করি উত্তরটি আপনার উপকারে আসবে। সকল জ্ঞানের মালিক আল্লাহ রাব্বুল আলামীন, এবং তিনিই সর্বাপেক্ষা উত্তম জ্ঞানী।